রবিবার, মে ১৯, ২০২৪
Homeখেলাধুলাতামিম গণমাধ্যমের সাথে কথা বলে নিজেই বিভ্রান্তি সৃষ্টি করেছিল: আশরাফুল

তামিম গণমাধ্যমের সাথে কথা বলে নিজেই বিভ্রান্তি সৃষ্টি করেছিল: আশরাফুল

বাংলাদেশ প্রতিবেদক: বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের ফেসবুক লাইভে কথা বলেন। স্কোয়াডে জায়গা না পাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেয়া নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ড্যাসিং ওপেনার। এবার তামিম ইস্যুতে কথা বলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুল বলেন, ‘তামিম গণমাধ্যমের সাথে কথা বলে নিজেই বিভ্রান্তি সৃষ্টি করেছিল।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

সাবেক অধিনায়ক আরো বলেন, ‘গণমাধ্যমের সাথে নিজের ইনজুরি নিয়ে কথা না বললে পুরো ব্যাপারটি অন্যরকম হতো। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোনো ক্রিকেটার পুরোপুরি ফিট না থাকলে তাকে দলে রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট।’

আশরাফুল বলেন, ‘প্রথম থেকেই সংবাদমাধ্যমে দেখেছি যে তামিম পুরোপুরি ফিট না। আবার এক ম্যাচ খেলে বিশ্রামেও চলে গেছেন। তাছাড়া বিশ্বকাপেও সবগুলো ম্যাচ পাবে কি-না নিশ্চিত না। ঠিক এমন কারণেই অতীতে মাশরাফিকে ২০১১ এবং তাসকিনকে ২০১৯ বিশ্বকাপের দলে নেয়নি টিম ম্যানেজমেন্ট।’

তিনি আরো বলেন, ‘তামিমের জায়গায় যারা সুযোগ পেয়েছে তাদের একদমই পারফরম্যান্স নাই। টিম ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে যারা শতভাগ ফিট, সবগুলো ম্যাচে যাদের পাব তাদেরই বিবেচনা করব।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments