জয়নাল আবেদীনঃ রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিকেলে প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন । এছাড়াও সম্মাণিত অতিথি হিসেবে উপস্থি ত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহা নগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল সদস্য এডভোকেট দিলশাদ ইসলাম ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ৫২টি ইভেন্ট এবং গেষ্টদের জন্য ৩টি ইভেন্টে মোট ৫শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে । সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী এবং অধ্যক্ষ প্রফেসর ড, কেএম জালাল উদ্দিন আকবর । প্রতিযোগিতা শুরুর আগে মনোঞ্জ ডিসপ্লে আগত অতিথি এবং অভিভাবকদেও যথেষ্ট আনন্দ দিয়েছে ।