বাংলাদেশ প্রতিবেদক: সাকিব! সাকিব! ভুয়া! ভুয়া!—চলমান বিপিএলে রংপুর রাইডার্সের বেশ কয়েকটি ম্যাচে গ্যালারি থেকে এভাবেই ‘স্বাগত’ জানিয়েছিল সাকিব আল হাসানকে। বিপিএলে ঢাকাপর্বে তো বটেই সিলেটের মাঠ থেকেও দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডারকে। এমন দিন দেখতে হবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি সাকিব।
এবারের বিপিএলে এক অচেনা সাকিবের দেখা মিলেছে। বাংলাদেশের সেরা অলরাউন্ডার তিনি অথচ তার নামের পাশে কি না পাঁচ ম্যাচে মাত্র ৪ রান! যদিও দুটি ম্যাচে ব্যাটিংয়ে নামেননি, বাকি যে তিনটি ম্যাচে ব্যাটিং করেছেন, ইনিংসে সর্বোচ্চ রান ২। গতকাল শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। মূলত সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর সাকিবকে শুধু বোলার হিসেবেই খেলতে হচ্ছে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে আবার ধারাবাহিক সাফল্য পাচ্ছেন। কিপটে বোলিংয়ে ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।
ব্যাটিংয়ে খারাপ সময় যাচ্ছে চোখের সমস্যার জন্য। কিন্তু শুধু ব্যাটিং নয়। সাকিব বল হাতে নিলেও ‘ভুয়া ভুয়া’ ডাক উঠতে দেখা গেছে, এমনকি ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ও। তবে বিপিএলে গতকাল শনিবার সাকিবকে দেখা গেল অন্য রুপে। সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনে একসময় নিজেও বলতে থাকলেন ‘ভুয়া ভুয়া’।
সংবাদ সম্মেলনে দুয়োধ্বনি প্রসঙ্গ আসতেই মজার ছলে জবাব দিলেন সাকিব। তিনি বলেন, ‘এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।’
গতকাল সিলেট ম্যাচের পর অকপটে স্বীকার করেছেন, খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে সমস্যাটা কোথায় হচ্ছে, এটা নিজেও জানেন না সাকিব। অলরাউন্ডার সাকিব থেকে বোলিং সাকিবে পরিণত হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।’
সংবাদ সম্মেলেনে চোখের বিষয় নিয়ে বেশি বলতে হলো সাকিব আল হাসানকে। এতদিন যে ধরনের কথা শোনা গেছে, গতকাল সাকিব দিলেন সম্পূর্ণ ভিন্ন তথ্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সিঙ্গাপুরের চিকিৎসকদের কেউই তার চোখের সমস্যা নির্ণয় করতে পারেননি। তিনি নিজে থেকে চেষ্টা করছেন সমস্যার উৎস খুঁজতে, ‘চোখের কোনো সমস্যা নেই। আমি আপনার চেয়ে ভালো দেখছি (হাসি)।’
চোখে কোন সমস্যা নাই তাহলে কোন কারণে ব্যাট করতে ভুগছেন তিনি? এই উত্তর সাকিবেরও অজানা, ‘এটাই তো আমি খুঁজতেছি। আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।’