শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeখেলাধুলাঅ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরেননি মোস্তাফিজ

অ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরেননি মোস্তাফিজ

বাংলাদেশ প্রতিবেদক: আইপিএলের নতুন আসরে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন মোস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে নিলেন ৪ উইকেট। হলেন ম্যাচসেরা। ইন্ডিয়ায় গিয়েই হইচই ফেলা দেয়া মোস্তাফিজ খবরের শিরোনাম হয়েছেন আরেকটি কারণে। চেন্নাইয়ের অ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরেননি কাটার মাস্টার।

২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সির বাম হাতে দুটি স্টিকার রয়েছে। একটি আইপিএলের নিজস্ব লোগো। তার ওপরই বিয়ার কোম্পানি ‘এসএনজি’ গ্রুপের স্পন্সর স্টিকার। তবে মোস্তাফিজের বাহুতে সেই স্টিকার ছিল না। শুধু মোস্তাফিজ নন, এর আগেও ক্রিকেটে এমন বহু নজির রয়েছে। ইসলামে নিষেধাজ্ঞা থাকায় অতীতে মঈন আলী, আদিল রশিদ, হাশিম আমলাদের মতো ধর্মপ্রাণ ক্রিকেটাররা অ্যালকোহলের লোগো ছাড়াই খেলতে নেমেছেন।

ভারতের ‘এসএনজি’ গ্রুপের অ্যালকোহলিক পণ্য ‘এসএনজি ১০০০০’ (সুপার স্ট্রং বিয়ার) চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে লম্বা সময় ধরে।

সবশেষ ২০২২ সালে নতুন করে সিএসকের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করে কোম্পানিটি।
শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করে চেন্নাই। সিএসকের জয়ে বল হাতে ২৯ রানের খরচায় ৪ উইকেট নিয়ে মুখ্য ভূমিকা পালন করেন মোস্তাফিজ।
আগামী ২৬শে মার্চ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে যে বিধ্বংসী পারফরম্যান্স দেখালেন দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবে সিএসকের একাদশে থাকবেন মোস্তাফিজুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments