বাংলাদেশ প্রতিবেদক: শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৫১১ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩২৮ রানে হেরে যায় টাইগাররা। এভাবে হারার কারণ খুঁজতে গেলে সবার প্রথমেই আসবে টপ ও মিডল অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স। দুই ইনিংসেই বাজে প্রদশর্নী দেখিয়েছেন তারা। প্রথম ইনিংসে মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে একই সংখ্যক উইকেট হারানোর ক্ষেত্রে সংখ্যাটা নেমে আসে ৩৭ রানে।
অথচ সিলেটের একই পিচে শ্রীলংকান দুই তারকা ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন, একই উইকেটে ভরাডুবি বাংলাদেশের ব্যাটসম্যানদের। রোববার দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়ায় দল যখন ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে, তখন লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হওয়াটাও মানতে পারছেন না কেউই। লিটনের এমন আউটের পর থেকে শুরু হয়েছে চারদিকে সমালোচনার ঝড়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বেশ কয়েকবার প্রশ্ন শুনতে হলো লিটনকে নিয়ে। একবার শান্ত এড়িয়ে গিয়ে নিজের আউট নিয়ে কথা বললেন। পরে আবারও প্রশ্ন আসলে তার কথা বলতেই হলো। একপর্যায়ে শান্ত বলে উঠলেন-‘এটা আমার কাজ না।’
লিটনের আউট নিয়ে পরে আরেক প্রশ্নে শান্ত জানান, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’
শান্ত যোগ করেন, ‘আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ছেড়ে দেওয়া উচিৎ। আমার মনে হয় মিস জাজমেন্ট। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। এখান থেকে পরের ম্যাচে কীভাবে কামব্যাক করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা বিষয়গুলো চিন্তা করব এবং ভালোভাবে কামব্যাক করব।’
শান্ত মনে করেন লিটনের এই খারাপ সময়ে তার পাশে থাকা জরুরি। তার ভাষায়, ‘লিটন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের দলের। এখন পর্যন্ত দলের সেরা ব্যাটারদের মধ্যে একজন। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গিয়েছে। অবশ্যই এই সময়টায় আমাদের উচিত তার পাশে থাকা। আমার মনে হয় কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা তাকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে একদমই চিন্তা করছে না এমন নয়। আমি খুবই আশাবাদী লিটন পরের ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করবে।’
বাংলাদেশের এমন হারের পেছনে টপ অর্ডারের দিকে আঙুল শান্তর। তবে এ ক্ষেত্রে তিনি সফরকারীদের টপ-অর্ডারের উদাহরণ টেনে বললেন, ‘বড় রানের হোক আর ছোট রানের হোক, হার তো হার। ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি এমন না। দুই দলেরই টপ অর্ডারের সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব।’