শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeখেলাধুলাবিশ্বকাপ দল ঘোষণা : তাসকিন সহ-অধিনায়ক, বাদ সাইফউদ্দিন

বিশ্বকাপ দল ঘোষণা : তাসকিন সহ-অধিনায়ক, বাদ সাইফউদ্দিন

বাংলাদেশ প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ওই দলে আছেন ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদ। তাকে দলের সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে পাঁজরের ইনজুরিতে পড়েন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বিশ্বকাপে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। স্ক্যান করিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন বলে সিদ্ধান্তে এসেছেন বোর্ড নির্বাচকরা। সঙ্গে তাকে টি-২০ বিশ্বকাপে নাজমুল শান্তর ডেপুটি ঘোষণা করা হয়েছে।

তবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরেছিলেন এই পেস অলরাউন্ডার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। শুরুতে ভালো করলেও শেষ দিকে কিছুটা খরুচে ছিলেন তিনি। তাকে বাদ দিয়ে পেসার তানজিম সাকিবকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণার বিষয়ে বলেছে, ‘তিনি অল্প দিন বিসিবিতে এসেছেন। তাসকিন আহমেদকে সহঅধিনায়ক করার বিষয়টি বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সাইফউদ্দিনের বিষয়ে জানিয়েছেন, তানজিদ ও সাইফউদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা ছিল। তারা তানজিদকে বেছে নিয়েছেন।

বিশ্বকাপ দলে আছেন চার পেসার ও চার স্পিনার। এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে বাঁ-হাতি তানভীর ইসলামকে নেওয়া হয়েছে। লেগ স্পিনার রিশাদ আছেন দলে। বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে পেসার হাসান মাহমুদ ও মিডল অর্ডার ব্যাটার আফিফকে রাখা হয়েছে। জানা গেছে, বিসিবি থেকে ক্রিকেট অপারেশন্সেকে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের দল: নাজমুল শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহঅধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।

রিজার্ভ ক্রিকেটার: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments