শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeখেলাধুলা১০ বছরে এতো বাজে ব্যাটিং দেখিনি: তাসকিন

১০ বছরে এতো বাজে ব্যাটিং দেখিনি: তাসকিন

বাংলাদেশ প্রতিবেদক: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার সুপার এইটে খেলেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে। ওই হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপেই সবচেয়ে সফল বাংলাদেশ। এই সফলতা এসেছে বোলিং বিভাগের হাত ধরে। ব্যাটাররা খুবই বাজে আসর পার করেছেন। পেসার তাসকিন আহমেদের মতে, ব্যাটিংয়ে এতো বাজে সময় গত ১০ বছরে দেখেননি তিনি।

বিশ্বকাপ মিশন শেষ করে শুক্রবার দেশে পৌঁছান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। সেখানে তিনি বলেন, ‘বিশ্বকাপে ইতিবাচক দিক আছে, টুর্নামেন্টে বোলাররা ভালো করেছে। নেতিবাচক দিকও আছে। তবে নেতিবাচকই বেশি।’

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাসকিন বলেন, ‘বোলিং ইউনিট গত দু’বছর ধরেই ভালো করছে। আর সত্যি বলতে, বিশ্বকাপের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। অন্য দলের ব্যাটাররাও ভালো করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজে কিছুটা ভালো উইকেট ছিল। তবে এতো লম্বা সময় দলের বাজে ব্যাটিং দেখিনি। আমি ক্রিকেট খেলার পরে, অন্তত গত ১০ বছর এতো বাজে ব্যাটিং দেখিনি। দলের মূল ক্রিকেটাররা পারফরম্যান্স না করলে সমস্যা হওয়া স্বাভাবিক।’

সংবাদ সম্মেলনে তাসকিন ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তারা আবার ভালো ক্রিকেট খেলে দর্শকদের আনন্দ দেবেন বলে উল্লেখ করেছেন, ‘ক্রিকেট প্রেমীরা হতাশ, প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। আরও কয়েকটা ম্যাচ জেতার কথা ছিল পারিনি। আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাই আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments