শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeখেলাধুলাপাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফিরবে টাইগাররা, সূচি ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফিরবে টাইগাররা, সূচি ঘোষণা

বাংলাদেশ প্রতিবেদক: বিশ্বকাপ শেষে লম্বা ছুটিতে বাংলাদেশ দল। আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ায় চলতি মাসে নেই কোনো খেলা। পরের মাসের প্রথমাংশেও নেই সেই চাপ। তবে শেষ দিকে চোখ রাঙাচ্ছে পাকিস্তান। তাদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ছুটি শেষে মাঠে ফিরবে টাইগাররা।

সেই সিরিজের জন্য আজ শুক্রবার সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট। পরের ম্যাচ করাচিতে ৩০ আগস্ট থেকে। ৩ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৪ ম্যাচের কেবল একটিতে জিতে ৯ নম্বরে আছে টাইগাররা। তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড। ৫ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচ নম্বরে আছে পাকিস্তান।

বিসিবি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সর্বশেষ ২০২০ সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল টাইগাররা। চার বছর পর আবারো সেখানে টেস্ট খেলবে টাইগাররা।

এই নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। একমাত্র ড্র টেস্টটি এসেছিল ২০১৫ সালে খুলনায়। ২০২১ সালের পর থেকে এ সংস্করণে মুখোমুখি হয়নি দুই দল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments