শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeখেলাধুলাইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের

বাংলাদেশ প্রতিবেদক: হাঙ্গেরির বুদাপেস্টে চলছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। যেখানে শনিবার ১০ রাউন্ডের উন্মুক্ত বিভাগে ইসরাইলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশি দাবাড়ু এনামুল হোসেন রাজীবের। তবে গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে তিনি ইসরাইলের বিপক্ষে লড়াই না করার ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুকে এক বার্তায় ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।

ফেসবুক পোস্ট রাজীব লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? আমি বয়কট করলাম।’

রাজীব বলেছেন, ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবাড়ুদের বিশ্ব আসরে খেলার সুযোগ নেই। ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েল নির্বিচার ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদেই তিনি ইসরায়েলের বিপক্ষে খেলবেন না।

তিনি আরও জানান, পয়েন্ট হারানোর ঝুঁকি থাকলেও তার এই সিদ্ধান্তে অটল থাকবেন। ইতিমধ্যে তিনি ফেডারেশনকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

এদিকে হঠাৎ কেউ না খেললে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসতে পারে তার বিরুদ্ধে। কেননা, ১০ম রাউন্ডে খেলার জন্য বাংলাদেশ দলের চারজনের নাম জমা দেওয়া হয়েছে। এক নম্বর বোর্ডে ফাহাদ রহমান, দুইয়ে মনন রেজা, তিনে এনামুল হোসেন রাজীব ও চারে তাহসিন তাজওয়ার।

উল্লেখ্য, দাবা অলিম্পিয়াডের শেষ দুই রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ সব দলের জন্যই। ১০ম রাউন্ডে এসে না খেললে বাংলাদেশ দল ৯ম রাউন্ডে ৭৫তম ( ১৯৭টি দলের মধ্যে) অবস্থান থেকে আরও পিছিয়ে ১০০ এর নিচে চলে যেতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments