বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeখেলাধুলাভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা

বাংলাদেশ প্রতিবেদক: এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। গত বছর এই দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ ভারত ছিল শক্তিশালী। আজিজুল হাকিম-ইকবাল হোসেনরা ওই ভারতকে পাত্তাই দিল না। ৫৯ রানের বড় জয়ে হলো পরপর চ্যাম্পিয়ন হলো যুবা টাইগাররা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। ৫ বল থাকতে ১৯৮ রানে অলআউট হয় নাভিদ নেওয়াজের দল।

বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments