শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeখেলাধুলাতামিম ইকবালের বিদায়: রেকর্ডের ঝলমলে অধ্যায় শেষ

তামিম ইকবালের বিদায়: রেকর্ডের ঝলমলে অধ্যায় শেষ

বাংলাদেশ প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাধ্যমে তামিম ইকবাল বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর দায়িত্ব থেকে বিদায় নিলেন। আর সেই সাথে শেষ হলো উজ্জ্বল এক ক্যারিয়ারের। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল এই ওপেনার তার অসাধারণ পারফরম্যান্স ও রেকর্ডের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। রান, সেঞ্চুরি, অর্ধশতক থেকে শুরু করে দলকে নেতৃত্ব দেওয়ার অসংখ্য মাইলফলক ছুঁয়েছেন তিনি।

তামিম ইকবালের ক্যারিয়ার শুধু রান কিংবা ইনিংসের গড়েই সীমাবদ্ধ নয়; অসংখ্য রেকর্ডে ভরা।

– ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ম্যাচ খেলে ২৮৫৩ রান, যা বিশ্ব রেকর্ড।

– টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসকে নিয়ে গড়েন ৩১২ রানের জুটি।

– আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি: ২৫টি।

– বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার।

– ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান: ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ বছর বয়সে প্রথম সেঞ্চুরি।

– টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি অর্ধশতক: যথাক্রমে ৪১টি (টেস্ট) ও ৭০টি (ওয়ানডে)।

– এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা (৭টি): পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে।

অধিনায়কত্বে অবদান

তামিমের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডেতে ৩৭টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে ২১টিতে। তার নেতৃত্ব দক্ষতা দলের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে।

তামিম ইকবালের বিদায়ে শেষ হলো এক ঝলমলে অধ্যায়। তরুণ প্রজন্মের জন্য তার পারফরম্যান্স ও অর্জনগুলো প্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান চিরকাল স্মরণীয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments