শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeখেলাধুলাসিংগাইরে ক্রিকেট সামগ্রী নিয়ে খুদে শিক্ষার্থীদের পাশে ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও...

সিংগাইরে ক্রিকেট সামগ্রী নিয়ে খুদে শিক্ষার্থীদের পাশে ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও মিজান

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে ক্রিকেট সামগ্রী নিয়ে স্কুলের খুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা ও সিংগাইরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ” দি প্লাস্টিসিটি “কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে “দি প্লাস্টিসিটি” কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ ইউনিয়নের জেনিথ মডেল স্কুলের খুদে শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেন জাভেদ ওমর ও মিজানুর রহমান। এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একটি অভিজাত হোটেলে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের উপস্থিতে ঢাকার একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেন তারা।

আগামীতে সিংগাইরে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে জাভেদ ওমর বেলিম বলেন, একজন সাধারণ বাচ্চা সেও খেলতে চায়। কিন্তু অনেক সময় হয়ে উঠে না। ওদের বিকাশের জন্য সামান্য সামগ্রীই যথেষ্ট। এখন বাচ্চাদের বাবা-মাও সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেয়। মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলায় যুক্ত হলে মেধা বিকাশ হবে। এই ক্ষুদ্র প্রয়াসে সামাজ সেবামূলক বিভিন্ন ভালো কাজগুলো করে যেতে চাই।

এসময় আরো বক্তব্য রাখেন,”দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মো. মিজানুর রহমান, মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মো. ফারুক আহমেদ, জেনিথ কিন্ডারগার্টেনের পরিচালক মো.আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম তানভীর ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমবায় পরিদর্শক মো. আমিনুর রহমান, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি মো. কোহিনুর ইসলাম রাব্বি, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ স্থানীয় মুরুব্বি ও স্কুলের খুদে শিক্ষার্থীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments