রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলাসিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি, বাড়ছে করোনায় মৃত্যু

সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি, বাড়ছে করোনায় মৃত্যু

মোঃ জালাল উদ্দিন: সিলেট জুড়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি। শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত জ্বরের থাবায় দিশেহারা। শীতের প্রকোপ বাড়তেই বৃদ্ধদের মাঝে দেখা দিয়েছে শ্বাসকষ্ট। যার ফলে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে পরে করোনা পরিক্ষা করে দেখা যাচ্ছে করোনা প্রজেটিভ। ফলে সিলেটে দিন-দিন রূপ বদলাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট।

২৪ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন, আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়।

জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই সময়ে সিলেট বিভাগের ৩৮৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪০, সুনামগঞ্জে ৩৮, হবিগঞ্জে ২৩ ও মৌলভীবাজারে ৪৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৪৪ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব। এই ৩৮৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৪ হাজার ১৩। একই সময়ে সুস্থ হয়েছেন ১২৬ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৬৮৯ জন।

এ পর্যন্ত মারা ১২০৩ জনের মধ্যে সিলেট জেলার ৮৮৯, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৭ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments