রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাচট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ শিক্ষার্থী নিহত

চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ শিক্ষার্থী নিহত

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

তাদের একজন পটিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র মোহাম্মদ ইমাদ (১৮)। তার মাথায় গুলি লাগে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ২২ বছর। তিনি বুকে গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার বিকেলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, বহদ্দারহাটে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন এই দুই শিক্ষার্থী। অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। একই ঘটনায় গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও সাতজন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে হাসপাতালে আসেন আরও ১০ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments