মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় বেগম রোকেয়া দিবস পালনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় বেগম রোকেয়া দিবস পালনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’র অংশ হিসেবে বেগম রোকেয়া দিবস পালনে পাবনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে ১০টায় যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের উদ্যোগে পাবনা শহরের প্রধান সড়ক অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে বিশাল মানবন্ধন রচনা করে স্থানীয় বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো। মানববন্ধনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচি, মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন), উইক্যান পাবনা অফিস, আমরা পারি জোট, বাঁচতে চাই, আসিয়াব, সূচিতা, উদ্দীপনা, পড়শী, নাজিপুর মহিলা উন্নয়ন সমিতি মানববন্ধনে অংশ গ্রহন করে। পরে বেলা ১১টায় শহরের সেলিম নাজির উচ্চবিদ্যালয়ের হলরুমে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের আহবায়ক ও সেলিম নাজির উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আখতার রোজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা) শামীমা আক্তার, সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক প্রাবন্ধিক আখতার জামান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, উইকেন’র প্রোগ্রাম কো-অডিনেট এড. শাহিনা পারভীন, শহীদ আহম্মেদ রফিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, আসিয়াবের প্রোগ্রাম ডিরেক্টর আব্দুস সামাদ, নাট্য সংগঠক কোবাদ আলী, সূচিতার নাসরিন পারভীন, শিক্ষার্থী আবির মোহাম্মদ জাহিদ, আফরিদা আলম বর্ষা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন নেটওয়ার্ক সদস্য, সাংবাদিক কামাল সিদ্দিকী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments