শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দেশকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

আহসান হাবিবুল আলম: বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়ে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল নয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু সরকার নয় আমরা যে যেখানে আছি এই ব্যাধির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাছাড়া জনগণের মাঝে সচেতনতা তৈরি করাও জরুরী।

এর আগে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের পরিচালক মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরেআলম মিনা প্রমুখ।

২০০৩ সালে সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে ২০১৭ সাল থেকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments