মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeআইন-আদালতনুর-রাশেদের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুর-রাশেদের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলাদেশ প্রতিবেদক: ডাকসু ভিপি নুরুল হক নুর এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে এবার ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) আবদুল্লাহিল কাফী জানান, নুর ও রাশেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানি ও অপপ্রচার চালানোর অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঢাবির এক শিক্ষার্থী।
এর আগে গত ২৫ ডিসেম্বর বুধবার নুরসহ ২৯ জনের বিরুদ্ধে ছিনতাই, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ এনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন।
২২ ডিসেম্বর ডাকসুতে নজিরবিহীন হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। গুরুতর আহত কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments