মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাভারতীয় ও আমেরিকান দূতাবাসের গাঁ ঘেষে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতীয় ও আমেরিকান দূতাবাসের গাঁ ঘেষে ভয়াবহ অগ্নিকাণ্ড

নাজমুল হক: ভারতীয় ও আমেরিকা দূতাবাসের ১০০ গজের মধ্যে আজ রাত ১২:২০ মিনিটে গুলশান থানার শাহজাদপুর (বাশঁতলা) জামে মসজিদ সংলগ্ন দোকান, হোটেল ও মেসে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দেড় ঘণ্টা যাবৎ জ্বলা আগুনে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় ১১ টি দোকানের তাছাড়া মসজিদের উত্তর অংশের সবগুলো জানালা ও ১ টি এ.সি পুড়ে যায়। বারিধারা ও তেজগাঁও ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের এক ঘন্টার সম্মিলিত প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ইতোমধ্যে ব্যাপক ক্ষতি হয়ে যায় শাহজাদপুরের সবচেয়ে পুরাতন ও বড় মনোহরী দোকান হানিফ ও কামাল স্টোরের। সরেজমিন দেখা যায় মনোহরীর সবচেয়ে বড় দোকান দুটির প্রায় ৯০% পণ্য পুড়ে যায় তাছাড়া পার্শ্ববর্তী থাকা ঔষধের দোকানটির প্রায় শতভাগ পুড়ে যায়। এই সমন্ধে বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান প্রাথমিক অবস্থা দেখে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে অধিকতর তদন্ত করার পর মূল কারন জানা যাবে উনি আরো জানান দোকানগুলো তালাবন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেশি সময় লেগে যায় এবং ক্ষতির মাত্রাও বেড়ে যায়। এই সমন্ধে গুলশান থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে , আমি নিকটবর্তী ফায়ার স্টেশনে ফোন দিয়ে ঘটনাস্থলে চলে আসি। ফায়ার ফাইটারদের কাজ নির্বিগ্ন করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। এসমন্ধে স্হানীয় বাসিন্দা ফাহাদ হোসেন ফরহাদ জানায় এতবড় অগ্নিকান্ডের পর দ্রুত সময়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার কারনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি এজন্য আমরা সন্তুষ্ট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments