বুধবার, মে ১, ২০২৪
Homeশিক্ষাসরকারি হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামের ২৮ শিক্ষা প্রতিষ্ঠান

সরকারি হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামের ২৮ শিক্ষা প্রতিষ্ঠান

সদরুল আইন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ২৮ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হচ্ছে। এ সংক্রান্ত নথি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, জাতির জনক ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ সংক্রান্ত কোনো নির্দেশনা তিনি হাতে পাননি।

তবে এ ধরনের সিদ্ধান্ত হয়ে থাকলে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত পত্রে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নিম্নবর্ণিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন করেছেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গোপালগঞ্জ সদর উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, হবিগঞ্জের বাহুবল উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়, ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারীর বঙ্গবন্ধু কলেজ খরসূতী।

রাজবাড়ীর পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, রাজৈর উপজেলার শেখ রাসেল মহাবিদ্যালয়, কুমিল্লার নাঙ্গলকোটের রামের বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ, নাটোরের সিংড়ার বঙ্গবন্ধু কমার্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ, গুরুদাসপুর উপজেলার বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, বাগেরহাটের মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহ কালীগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়, হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ঝিনাইদহের মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরার শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ, বরিশালের মেহেন্দিগঞ্জের দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়, ময়মনসিংহের গফারগাঁওয়ের দি ফাদার অব দি ন্যাশন শেখ মুজিব মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ, নীলফামারী ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয়, দিনাজপুরের ফুলবাড়ীর বঙ্গবন্ধু কলেজ, পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments