মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় চালুর অপেক্ষায় দু’কোটির টাকার কিচেন মার্কেট

উল্লাপাড়ায় চালুর অপেক্ষায় দু’কোটির টাকার কিচেন মার্কেট

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪২দিন আগে পৌর কিচেন মার্কেটের নতুন ভবন নির্মান কাজ শেষ হয়েছে। জনগনের আকাংখিত এটি এখন উদ্বোধন ও চালুর অপেক্ষায় রয়েছে। স্থানীয় দোকানীরা চাইছে মার্কেটের নতুন ভবনে দোকান খুলে তাড়াতাড়ি বসতে। এদিকে আগের দোকানীদের সবাই নতুন ভবনে দোকান বরাদ্দ পাবে কি না তা অনেকেরই মনে জেগেছে। পৌর প্রকৌশল বিভাগ সূত্রে, উল্লাপাড়া পৌর বাজারে বিশালায়তনের একটি পাকা ভবনের কির্চেন মার্কেট নির্মান করা হয়েছে। স্থানীয় পৌরসভা থেকে গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মার্কেটটির নির্মান কাজ বাস্তবায়ন হয়েছে। এ ভবনটি চারতলা ভিত্তিতে আপাততঃ একতলা নির্মান হয়েছে। এর পিছনে প্রাক্কলিত বরাদ্দের পরিমান ১ কোটি ৯২ লাখ টাকা। এ মার্কেটে বিভিন্ন পন্যের ৬৩টি দোকান থাকবে বলে জানানো হয়। দোকানীদের স্থায়ী পজিশন বরাদ্দ দেয়া হবে। গত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর মার্কেটটির নির্মান কাজ শেষ হয়েছে। আরো জানা যায়, পরবর্তীতে অর্থ বরাদ্দ সাপেক্ষে ভবনটির উপর তলাগুলোর নির্মান হবে। সরেজমিনে দেখা গেছে, ভবনটি রং করা হয়েছে। থাকছে বিদ্যুৎ ব্যবস্থা। স্থানীয় অনেক দোকানদার পুরো মার্কেট ভবন ঘুরে দেখছেন। এদের অনেকেই ভবনটির নির্মান স্থানে বিভিন্ন পন্যের দোকান করতেন বলে জানা যায়। একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, এমন একটি মার্কেট নির্মানে বিভিন্ন পন্যের দোকানী ও খদ্দেদের সবদিক থেকেই সুবিধা হবে। এখন তারা অপেক্ষায় সময় পার করছেন কবে নাগাদ এটি চালু করা হবে। পৌর হাট বাজার ইজারা নেয়াদের পক্ষে আব্দুল মালেক জানান, এ মার্কেটটি নির্মানে ক্রেতা-বিক্রেতা উভয়রই সুবিধা হবে। এখানে আগে যারা দোকান পেতে ব্যবসা করতে তাদের মাঝে দোকান অর্থ্যাৎ পজিশন বরাদ্দ এবং দ্রুত চালু করার বিষয়ে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়ার বিষয় জানান। এ বিষয়ে কথা হলে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম জানান, উল্লাপাড়া পৌরবাসীর দীর্ঘদিনের আকাংখিত এ মার্কেটটি দৃষ্টি নন্দন করে নির্মান করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এটি উদ্বোধন ও চালু করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments