মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারামপাল বিদ্যুৎকেন্দ্রে কন্টেইনার চাপায় ২ শ্রমিক নিহত

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কন্টেইনার চাপায় ২ শ্রমিক নিহত

কাগজ প্রতিনিধি: বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে নায়েব আলী (৪৫) ও ফিরোজ (৪৯) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে সোহানুর (২৪) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে। আহত সোহানুরের অস্ত্রোপচার শেষে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
শনিবার (২ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটলেও রোববার (৩ মার্চ) সকালে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি লোহার ভারী কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন শ্রমিকের ওপর পড়ে যায়। এতে শ্রমিক নায়েব আলী ও ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। সোহান নামে অপর একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সোহানুরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। ভবিষ্যতে আরও বেশি সতর্ক হয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments