রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসাহিত্যকবিতাছলনাময়ী : আদিত্য রহমান

ছলনাময়ী : আদিত্য রহমান

ছলনাময়ী
আদিত্য রহমান

তুমি আমাকে গলা টিপে মেরে ফেলতে চাইলে
অথচ বহুদিন ধরে প্রাণ পাখিটা তোমার কাছে।
আমি তোমাকে মিষ্ট সরবত বানাতে বললাম
অথচ এমন কি দিলে যে কণ্ঠনালি পুড়ে গেল?
দুজনে ঝিমঝিম বৃষ্টিতে কোথায় হেটে যাচ্ছি
হঠাৎ মুখশ্রী হতে রঙ মাটির বুকে খসে পড়ল।
প্রখর রোদে পিচ ঢালা পথ ধরে হেটে চলেছি
হঠাৎ তুমি কেমন যেন বিবর্ণ হয়ে উঠলে,,,,,।
দীর্ঘ পথ চলার পর তুমি আমায় চিনতে পারনা
তবে একসাথে সামনে চলায় কি ফায়দা আছে?
আমি তৃষ্ণায় কাতর হয়ে শীতল জল চাইলাম
অথচ তুমি আগন্তুক বলে তাড়িয়ে দিলে,,,,।
সামান্য ভালোবাসা তোমার কাছে চাইলাম
তুমি তাচ্ছিল্যের হাসি হেঁসে দূরে ঠেলে দিলে।
অথচ হৃদয়ে শত বছর ধরে বাস করে আসছি।
ইশারায় ডেকে রুক্ষ অধর তুমি কামড়ে ধরলে
অথচ মধু না ঢেলে বিষাক্ত গড়ল ঢেলে দিলে
আমি বিবর্ণ হয়ে তোমার বুকে হেলে পড়লাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments