শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeপ্রশাসনরিজিয়ন কমান্ডার বৈঠক : বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে

রিজিয়ন কমান্ডার বৈঠক : বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে

শহিদুল ইসলাম: সীমান্তে চোরাচালান রোধ, অস্ত্র-বিস্ফোরক, নারী-শিশু পাচার এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য ভারতীয় বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার সময় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে আসা অন্যান্যরা হলেন, খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফএর উত্তর বেঙ্গল ফ্রোন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিং ও তার স্ত্রী শ্রমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রোন্টিায়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিন বাংলা ফ্রোন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রোন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন, এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।

খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন, উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। মূল আলোচনায় থাকবে নারী-শিশু পাচার, মাদক, অস্ত্র-বিস্ফোরক সহ চোরাচালান রোধ সম্পর্কে আলোচনা । ভারতীয় বিএসএফ এর প্রতিনিধি দল আজ যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যোহৃ ভোজ শেষে বৈঠক করবেন। এর আগে বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয়।

যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমন শেষে ৮ তারিখে বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments