বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeপ্রশাসনমন্ত্রীর পর এবার বান্দরবানের ডিসি করোনা আক্রান্ত

মন্ত্রীর পর এবার বান্দরবানের ডিসি করোনা আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত হলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার জেলা প্রশাসকের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

সিভিল সার্জন ডাক্তার অং সুই মারমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন বৃহস্পতিবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, অসুস্থতা বোধ করলে মঙ্গলবার ৯ জুন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের নমুনা সংগ্রহ করে কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার ল্যাব কর্তৃপক্ষ তার নমুনায় করোনা পজেটিভ শনাক্তের রিপোর্ট দেয়।

এর আগে গত ৬ জুন করোনা পজেটিভ শনাক্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরের দিন করোনা পজেটিভ ধরা পড়ে তার ব্যক্তিগত প্রোগ্রাম অফিসার খলিলুর রহমানসহ আরো ৫ জনের। ১০ জুন করোনা পজেটিভ শনাক্ত হন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এর আগে করোনা ধরা পড়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, এবং বান্দরবান সদর থানার ওসিসহ আরো দু’পুলিশ সদস্য এবং বান্দরবান পৌরসভার কাউন্সিলর সৌরভ দাশ শেখরের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments