শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকলিবিয়ায় শতাধিক মানুষের গণকবরের ‘ভয়াবহতা’ জানাল জাতিসংঘ

লিবিয়ায় শতাধিক মানুষের গণকবরের ‘ভয়াবহতা’ জানাল জাতিসংঘ

বাংলাদেশ ডেস্ক: লিবিয়ায় এক ‘ভয়াবহ’ দৃশ্য দেখতে পেয়েছে দেশটিতে জাতিসংঘ মিশন-ইউএনএসএমআইএল। গত সপ্তাহে অন্তত আটটি গণকবরের সন্ধান পাওয়া গেছে সেখানে।

আলজাজিরা জানায়, বিদ্রোহী গোষ্ঠী খলিফা হাফতার বাহিনী থেকে পুনর্দখল নেয়া এলাকায় এসব গণকবর চিহ্নিত হয়। গত সপ্তাহ এলাকাটি নিয়ন্ত্রণে নেয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়া সরকার (জিএনএ)।

বেশিরভাগ গণকবরই পশ্চিম লিবিয়ার তারহুনা এলাকায় বলে ত্রিপোলি ভিত্তিক জিএনএ কর্তৃপক্ষ জানিয়েছে। ওই অঞ্চলে এটিই ছিল হাফতার বাহিনীর সবচেয়ে শক্তিশালী অবস্থান।

জিএনএ থেকে রাজধানী ত্রিপোলি দখল নিতে শহরটিতে টানা ১৪ মাস ধরে তারহুনা থেকে অভিযান চালিয়েছিল হাফতার বাহিনী।

জাতিসংঘ মিশন এক টুইটার বার্তায় জানায়, সন্ধান পাওয়া গণকবরগুলার পূর্বের। আন্তর্জাতিক আইন অনুসারে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্রুত অভিযোগ আনা এবং স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।

দেশটি থেকে আল জাজিরা প্রতিনিধি মালিক ত্রাইনা জানান, গণকবরগুলোতে শতাধিক মৃতদেহ থাকতে পারে।

জিএনএ দাবি করছে, মৃতদেহগুলো মূলত হাফতার বাহিনী কর্তৃক আটককৃত সরকারি সেনা সদস্যদের। তবে এর মধ্যে বেসামরিক লোকের মৃতদেহও আছে।

এদিকে গণকবর নিয়ে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জিএনএ’র আইন মন্ত্রণালয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments