শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeপ্রশাসনগলফ মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে: সেনাপ্রধান

গলফ মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে: সেনাপ্রধান

বাংলাদেশ প্রতিবেদক: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি) বলেছেন, গফল একটি ব্যয়বহুল খেলা। তবে গলফ নিঃসন্দেহে একজন মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে। তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা।

শনিবার দুপুর ১২টার দিকে সাভার সেনানিবাসের গলফ ক্লাবে এমজিএইচ মুনসুন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান। এর আগে সেনাপ্রধান সাভার গলফ ক্লাবের টুয়ালাইট ট্যারেস উদ্বোধন করেন।

সেনাপ্রধান আরো বলেন, গলফ সারাবিশ্বে জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনো সেভাবে জনপ্রিয় হয়ে উঠেনি। দেশের জনসংখ্যার তুলনায় গলফারের সংখ্যা কম।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক ও লেডি উইনার মিসেস শায়লা পারভিন। এছাড়া ইমমাদ বিন আরমান জুনিয়র উইনার, শাকামৌতে নন মেম্বার উইনার, এ এম মাহামুদুর রহমান সিনিয়র উইনার, অবসরপ্রাপ্ত লে. কর্নেল নাসির আহমেদ সুপার সিনিয়ির উইনার, ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুর রাজ্জাক ভ্যাটার্ন উইনার ও মেজর জেনারেল পাশা নিউ গলফার উইনার হন। দেশী-বিদেশী তিন শতাধিক গলফার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনা প্রধান এস এম শাফিউদ্দিন আহমেদের সহধর্মিনী নূরজাহান আহমেদ। নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ। পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments