বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeপ্রশাসনযে কোনো নির্বাচনে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

যে কোনো নির্বাচনে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

বাংলাদেশ প্রতিবেদক: দেশের সব বাহিনীর যৌথ প্রচেষ্টায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশে প্রশিক্ষণ ও জনবল সবই আছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা রয়েছে। আগামী সিটি নির্বাচনসহ যে কোনো নির্বাচনে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও তাদের দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।’

শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামসুদ্দিন মিলনায়তনের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সিলেটের কিছু যুবক জঙ্গি তৎপরতায় জড়িত থাকার বিষয়ে আইজিপি বলেন, ‘মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ তথা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ঢালাওভাবে সিলেটের লোক জঙ্গিবাদে জড়িত, সেটা বলা যাবে না। প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সাফল্য দিনদিন বাড়ছে।’

গুজব ছড়ানো বিষয়ে আইজিপি বলেন, ‘প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতির আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ট্যুরিষ্ট পুলিশের যাত্রাসহ পুলিশে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘যে কেউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে পুলিশ প্রশাসন তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।’

নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নজরদারি করা হবে উল্লেখ করে আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডসহ নানা ঘটনার তদন্ত চলছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

এর আগে আব্দুল্লাহ আল-মামুন সিলেট বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি এপিবিএন ও আরআরএফ এর নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।

ব্রিফিংকালে সিলেট রেঞ্জের ডিআইজি মিজান শাফিউর রহমান, মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, র‌্যাব-৯ অধিনায়ক উইং কামান্ডার মোমিনুল হকসহ চার জেলার এসপি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments