শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeপ্রশাসনআগের যেকোন সময়ের চেয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে: বিজিবি...

আগের যেকোন সময়ের চেয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে: বিজিবি মহাপরিচালক

তাছির উদ্দিন বাপ্পি: দেশের মধ্যে হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও স্থলবন্দর,এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে লোকজন বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে।আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিজিবি ও বিএসএফের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে,আমরা একে অপরে কাধে কাধ মিলে নিজ নিজ দেশের জন্য কাজ করছি। ফলে আমরা যে কোন সমস্যা সমাধান করতে পারি। আমি দায়িত্ব নেয়ার পর হিলি সীমান্ত,ব্যাটালিয়ন ও বিওপি ভিজিট করেছি। বিজিবি কিভাবে দায়িত্ব পালন করছে তা দেখতে এখানে এসেছি। আগামীতে বিজিবি ও বিএসএফের মধ্যে হিলি চেকপোস্ট জিরোপয়েন্টে রিট্রিট সেরিমনি অনুষ্ঠানের আয়োজন করা হবে।তবে হিলি রেলস্টেশনে ট্রেন না থামানোর বিষয়ে আমাদের পক্ষে কোন বাঁধা নেই।

রোববার দুপুর ২ টায় হিলি সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন শেষে উপরোক্ত কথাগুলো বলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এর আগে তিনি হিলি চেকপোস্টের জিরোপয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান কে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলওয়ান্ট রায় শার্মা ফুল ও ক্রেষ্ট দিয়ে অভ্যর্থনা জানান। পরে জিরোপয়েন্টের ভারত অংশে বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

এসময় বিজিবি সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম,বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর ও জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম সঙ্গে ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments