জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার “সর্বজনীন পেনশন স্কিম” বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয় অর্থবিভাগের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি । তিনি বলেন বুধবার পর্যন্ত সারা দেশে ১০হাজার ৫শ ৭২ জন এই সর্বজনিন পেনশন স্কিম গ্রহণ করেছেন । এর সংখ্যা বৃদ্ধির জন্যই তাঁর মাঠ পর্যায়ে আসা । রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় জানানো হয় ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কেউ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। ৫০ বছরের বেশি বয়সীরাও বিশেষ বিবেচনায় পেনশনভুক্ত হতে পারবেন। তবে এর জন্য তাকে টানা ১০ বছর চাঁদা পরিশোধ করতে হবে। এরপর তিনি যে বয়সে উপনীত হবেন, সেই বয়স থেকে পেনশন শুরু হবে।সর্বজনীন পেনশন স্কিম বিধিমালায় চারটি স্কিম রয়েছে। ১৮-৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক এ স্কিমে অংশ নিতে পারবেন। এমনকি ক্ষেত্রবিশেষে ৫০ বছরের বেশি বয়সীরাও অংশ নিতে পারবেন। সেইসঙ্গে প্রবাসে থাকা নাগরিক, যাদের জাতীয় পরিচয়পত্র নেই; তারাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।সর্বজনীন পেনশনের স্কিমসমূহ হলো- প্রবাস স্কিম এটি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য , প্রগতি স্কিম এই স্কিম বেসরকারি কর্মচারীদের জন্য , সুরক্ষা স্কিম যারা স্বকর্মে নিয়োজিত নাগরিক তাদের জন্য এবং সমতা স্কিম যারা স্বকর্মে নিয়োজিত নিম্ন আয়ের নাগরিকদের জন্য। বক্তারা বলেন সর্বজনীন পেনশন স্কিম এ প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালায় চারটি স্কিম রয়েছে আর প্রত্যেটি স্কিমের সাথে যারা যুক্ত হবেন তারা মাসিক ত্রৈমাসিক ষান্মাসিক কিম্বা বছর জুড়েই চাঁদা দিতে হবে। এই চাঁদা শব্দটির বিষয়ে আপত্তি তুলে বক্তব্য দেন সেই সঙ্গে চাঁদা শব্দের পরিবর্তে কিস্তি শব্দ যুক্ত করার প্রস্তাব দেন । সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ডবিøউ এম রায়হান শাহ পীরগঞ্জ পৌরসভা মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনসহ জেলার বিভিন্ন দফতর থেকে আসা কর্মকর্তাগণ ।