শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeপ্রশাসনঅধিকাংশ থানার কার্যক্রম শুরু হয়েছে : পুলিশ হেডকোয়ার্টার্স

অধিকাংশ থানার কার্যক্রম শুরু হয়েছে : পুলিশ হেডকোয়ার্টার্স

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশের ৬৩৯টি থানার মধ্যে রোববার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স।

এর মধ্যে মহানগর পুলিশের আওতাধীন ৯৭টি এবং জেলা পুলিশের ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

বাকি ৪০টি থানাও যেন দ্রুত কার্যক্রম শুরু করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে থানাগুলোতে পুরোদমে কার্যক্রম চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে ৪০০’র বেশি থানা আক্রান্ত হয় বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এর মধ্যে বহু থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় বেশকিছু পুলিশ সদস্য নিহতও হয়।

ফলে জীবনের নিরাপত্তাসহ বেশকিছু দাবিতে ‘কর্মবিরতি’ শুরু করে পুলিশ।

গত ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয়া হয়।

এরপর পুলিশ সদস্যরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করলেও এখনো তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি।

সূত্র : বিবিসি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments