শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeজাতীয়সম্প্রীতির বাংলাদেশ : রাত জেগে মন্দির-গির্জা পাহারা দিলো আলেমরা

সম্প্রীতির বাংলাদেশ : রাত জেগে মন্দির-গির্জা পাহারা দিলো আলেমরা

বাংলাদেশ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে একরকম নিরাপত্তাহীনতা তৈরি হয় দেশে। পুলিশ সদস্যদের কর্মবিরতিতে তা আরো ঘনীভূত হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ সময় তাদের নিরাপত্তা বিধানে এগিয়ে আসেন আলেম সমাজ।

গাজীপুরে মন্দিরসহ বিভিন্ন সরকারি দফতরের নিরাপত্তা বিধান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির গাজীপুর শাখার সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সংখ্যালঘুদের বাড়ি কিংবা মন্দিরে হামলা রুখতে আমরা পাহারায় বসেছি। দলের প্রধানের নির্দেশে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেয়া হচ্ছে। আমরা বাঙালি, সবাই ভাই ভাই। কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করে যাব। ’

সিলেটের সুনামগঞ্জের সব মন্দির পাহারায় মাদরাসা ছাত্ররা নিয়োজিত থেকেছে। তারা রাত জেগে তো পাহারা দিচ্ছেনই, দিনেও পালা বদল করে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এতে সুনামগঞ্জের ১২টি উপজেলার কোথাও কোনো মন্দির, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর বা হামলা হয়নি। তাদের কাউকে হয়রানিও করা হয়নি।

মন্দির পাহারারত মোস্তাক আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। কওমি মাদরাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

ফেসবুকে পাওয়া গেছে বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, চট্টগ্রামে হাটহাজারী কালি মন্দির পাহারা দিচ্ছেন হাটহাজারী মাদরাসার ছাত্ররা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নন্দীরহাট ও ফতেয়াবাদ এলাকার মন্দির পাহারা দিয়ে যাচ্ছেন নিয়মিত। ওবায়দিয়া মাদরাসার পাশে বৌদ্ধ মন্দির পাহারায় রয়েছেন তারা। আর নগরীর মন্দিরগুলো সাধারণ শিক্ষার্থীরা পাহারারত রয়েছেন।

ফরিদপুরে রামকৃষ্ণ মিশন রক্ষার্থে একটি টিম পাহারায় দিয়েছেন। মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা দিয়েছে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী।

সিলেটের হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্রী শ্রী বুড়া শিববাড়ি রক্ষায় এগিয়ে এসেছেন ছাত্র-জনতা ও মাদরাসা শিক্ষার্থীরা।

আখাউড়া কেন্দ্রীয় মন্দির রাধামাধব আখড়াসহ হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিচ্ছেন বিএনপি ও হেফাজতের নেতারা।

যশোরের চৌগাছায় হিন্দুদের মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নিয়োজিত রয়েছেন।

কুমিল্লায় মন্দির পাহারায় প্রধান ফটকের সামনে লাঠি হাতে বসে ইসলামী আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার নেতারা।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দিচ্ছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শরীয়তপুরে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বরগুনায় আমতলীসহ বিভিন্ন উপজেলার মন্দিরসহ সব সরকারি স্থাপনা পাহারা এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

নিখিল চন্দ্র নামে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন, ‘মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সঙ্ঘাত চাই না।’ এ মহতী উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

এই উদ্যোগে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

রানা দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ঘর পাহারা দিচ্ছে। বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, নতুন সরকার আসা পর্যন্ত সংখ্যালঘু এলাকা, প্রতিষ্ঠান ও মানুষকে তারা নিরাপত্তা দিক। আমরা দেশে মন্দির বা উপাসনালয়ে হামলার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।

উল্লেখ্য, এছাড়া কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ভোলা ও ঢাকাসহ দেশের একাধিক স্থানের মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করছেন মাদরাসা ছাত্ররা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments