শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকাফরুলে শাহজাহান হত্যা মামলায় গ্রেফতার ৭

কাফরুলে শাহজাহান হত্যা মামলায় গ্রেফতার ৭

কাগজ প্রতিবেদক: রাজধানীর মিরপুরে কাফরুল থানার শাহজাহান রুবেল হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মো. সামসুদ্দিন হোসেন ওরফে সুরুজ, মো. হানিফ ভূইয়া, মো. রুবেল মিশু ওরফে মিশু, মো. সুমন মিয়া, ইয়াকুব আলী ওরফে বাবু, হাবিব ও ছোট রুবেল।
রাজধানীসহ নরসিংদী ও পাবনা জেলায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মিজানুর রহমান হত্যাকান্ডে জড়িত মামলার আসামী। শাহজাহান রুবেলের মতো গত ১৩ অক্টোবর মিজানুর রহমানকেও ছুরিকাঘাতে একই কায়দায় হত্যা করে তারা।
গত ৩১ অক্টোবর রাতে কাফরুলের ৫৯/৩ নম্বরস্থ গেদু মাতবর রোডের সামনের রাস্তায় সন্ত্রাসীরা শাহজাহান রুবলেকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে যায় । পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন । এ ঘটনায় নিহতের ছোট ভাই ৩ নভেম্বর থানায় মামলা দায়ের করেন।
কাফরুল থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে মিজানুর হত্যা মামলার মতোই এ হত্যাকান্ডেরও কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অতঃপর বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে মামলাটির রহস্য উদঘাটন এবং প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ জানায়, দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় শাহজাহান রুবেলকে ছুরিকাঘাতে হত্যা করে গ্রেফতারকৃতরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments