বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকআমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের ভয়াবহ দাবানলে মৃত্যুর রেকর্ড

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের ভয়াবহ দাবানলে মৃত্যুর রেকর্ড

কাগজ ডেস্কঃ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের ভয়বাহতম দাবানলে মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। এরইমধ্যে সেখানে ৪৪ জন মারা গেছে যা অঙ্গরাজ্যের প্যারাডাইস শহরকে অনেকটা তছনছ করে দিয়েছে। এর আগে ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ভয়াবগ দাবানলে ২৯ জন নিহত হয়েছিল।

গত সপ্তাহের শেষের দিকে নিহতের সংখ্যা ২৯ থাকলে দু দিনে আরো ১৩ জন মারা যাওয়ায় এ সংখ্যা বেড়ে ৪৪ এ পৌঁছেছে। এছাড়া, ৭,১০০ ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বুটে কাউন্টির শেরিফ কোরি হোনেয়া জানান, এ পর্যন্ত ২২৮ জন নিখোঁজ হওয়ার তালিকা করা হয়েছে। তবে তার কার্যালয় আরো দেড় হাজার লোকের বিষয়ে ‘খোঁজ নেয়ার অনুরোধ’ পেয়েছে। এর পাশাপাশি ১৫ হাজার স্থাপনা ঝুঁকি মুখে রয়েছে বলে গতকাল (সোমবার) পর্যন্ত তালিকা করা হয়েছে। দাবানলে কালো ধোঁয়া এতটা ঘন হচ্ছে যে, দৃষ্টিসীমা অনেক কমে গেছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে কয়েকটি গাড়ির ভেতরে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। দাবানলের লেলিহান শিখা এতটাই তীব্র গতিতে এগিয়ে এসেছে যে, কোনো কোনো চালক গাড়ি ছেড়ে পালিয়েছে। এ পর্যন্ত দাবানলে প্লামাস ন্য্যাশনাল ফরেস্টের এক লাখ একরের বেশি জায়গা পুড়ে গেছে। চলমান দাবানলের ক্ষয়ক্ষতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের অব্যস্থাপনাকে দায়ী করেছেন। – পার্সটুডে, দ্যা গার্ডিয়ান

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments