বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৫০) বেনাপোলে উত্তর কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আমিরুল মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দুর্বৃত্তরা তার দিকে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে আমিরুলের মাথাসহ শরীর ক্ষতবিক্ষত হয়ে সে ঘটনাস্থলে নিহত হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, কারা হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। খুনিদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহত আমিরুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Previous articleজামায়াত-বিএনপি আর নীতিহীন কামালের প্রতীক একই : ড. হাছান মাহমুদ
Next articleহাতের মেহেদি না মুছতেই অকালে ঝরে গেল ইতি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।