সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে সরিষার ফসল আবাদে সরকারি লক্ষ্যমাত্রা পূরন হয়নি। গত বছরের চেয়ে এবারে কম পরিমান জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। এবারে তুলনামুলক ভাবে বেশি পরিমান জমিতে আমন ধানের আবাদ হওয়ায় জমি কমে সরিষার আবাদ কম হয়েছে। বিভিন্ন এলাকার কৃষক ও স্থানীয় কৃষি অফিস এ তথ্যের সাথে একমত হয়েছে। উল্লাপাড়া উপজেলায় এবারে মোট ১৮হাজার ২’শ ৭০ হেক্টর পরিমান জমিতে সরিষার ফসলের আবাদ হয়েছে। সরকারি লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫’শ হেক্টর জমি। এদিকে রোপা আমন
ধান লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ১’শ ৬৩ হেক্টর বেশি পরিমান জমিতে আবাদ হয়েছে। সরকারি লক্ষ্য মাত্রা
ছিল ৭ হাজার ৫’শ হেক্টর। খোজ নিয়ে জানা যায় সরিষা ফসলের আবাদ হতো এমন অনেক মাঠেই কৃষকেরা রোপা
আমন ধানের আবাদ করেছে। উল্লাপাড়ায় উৎপাদিত সরিষা স্থানীয় ব্যবসায়ীদের চাহিদা মিটিয়ে বিভিন্ন
পাইকারি মোকাম বাজারে বিক্রি হয়। এছাড়া দেশের একাধিক নামকরা কোম্পানী স্থানীয় হাট বাজার ও
ব্যবাসায়ীদের কাছ থেকে সরিষা কিনে উৎপাদিত তেল বাজারজাত করে থাকে। আবাদ কম হলেও স্থানীয়
ব্যবসায়ীদের চাহিদার ঘাটতি থাকবেনা বলে বেশ ক’জন সরিষা ও তেল ব্যবসায়ী জানান। স্থানীয় কৃষি অফিস
সুত্রে উল্লাপাড়া অঞ্চলে কৃষকেরা এখন বিভিন্ন ফসলের আবাদ করছেন। এবারে আবহাওয়া ভালো থাকায়
কৃষকেরা রোপা আমন ধানের আবাদ বেশি পরিমান জমিতে আবাদ করেছেন।