সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মােবাইল থেকে হেডফােনে গান শুনতে শুনতে রেলপথে হাঁটাকালে চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা গেছে জেএসসি পরীক্ষার্থী আলিফ আল ইমরান (১৪)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার চাঁদপুর গ্রামের পাশে ঈশ্বরদী-ঢাকা রেলপথে। সে উপজেলার বজ্রাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। উল্লাপাড়া মােমেনা আলী বিজ্ঞান স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হিসেবে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা মালদ্বীপে চাকরি করেন। নিহত ইমরানের মা পারভীন আক্তার স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, সকালে তার ছেলে মােবাইল ফােন নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সে রেলপথ ধরে হেডফােনে গান শুনতে শুনতে উল্লাপাড়া আরএস বাজারের দিকে যাচ্ছিলো। পিছন দিক থেকে আসা ঢাকাগামী সকালের লােকাল ট্রেনটির নীচে সে চাপা পড়ে । এতে ঘটনাস্থানেই সে মারা যায়। তার পরিবারর লােকজন বিষয়টি ঝামেলা হবে মনে করে রেল পুলিশকে কিছু না জানিয়ে রেলপথ থেকে ইমরানের লাশ নিয়ে আসে এবং গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। মােমনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃরকিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান, ইমরান এ বছর তার স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে। সে ভালো ছাএ ছিলো।