বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিমহাজোটের শরীক দলের মধ্যে আসন বণ্টন

মহাজোটের শরীক দলের মধ্যে আসন বণ্টন


শরীক দলগুলোকে মোট ৬০টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

কাগজ প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়েছে। শরীক দলগুলোকে মোট ৬০টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার এ তথ্য জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি পেয়েছে ৪২টি।

এছাড়া বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) ৩টি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ ৩টি (লক্ষ্মীপুর-৪, মুন্সিগঞ্জ-১ ও মৌলভীবাজার-২), তরিকত ফেডারেন ২টি (লক্ষ্মীপুর-১ ও চট্টগ্রাম-২) এবং জাসদ (আম্বিয়া) পেয়েছে ১টি আসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments