দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও নশরতপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতা ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিও ছিলেন।