সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ ছাত্র শিবিরের উপজেলা শাখা সভাপতির বাড়ি থেকে ৯ টি বুলেট প্রুফ জ্যাকেট ও ৯ টি তাজা ককটেল উদ্ধার এবং জামায়াতের ২ জন কর্মীকে গ্রেফতার করেছে।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ জানান, গত শনিবার রাতে উপজেলার বাখুয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাড়ি থেকে পুলিশ বুলেট প্রুফ ৯টি জ্যাকেট ও ককটেল গুলো উদ্ধার করে। সে (মোহাম্মদ আলী) ইসলামি ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি। পুলিশ তাকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি। তবে এর সাথে জড়িত থাকায় জামায়াতের ২কর্মিকে গ্রেফতার করেছে। এরা হলো উল্লাপাড়া উপজেলার কোনাগাঁতী গয়হাাট্টা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ হাফিজুর রহমান ও ফলিয়া পূর্বপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে আব্দুল মজিদ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।