মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাআজকের কাগজের সাবেক বার্তা সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই

আজকের কাগজের সাবেক বার্তা সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই

কাগজ প্রতিবেদক: আজকের কাগজের সাবেক বার্তা সম্পাদক আবু বকর চৌধুরীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরআগে আবু বকর চৌধুরী ভোর রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন । তাৎক্ষণিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কর্মময় জীবনে তিনি দীর্ঘদিন আজকের কাগজের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ারসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।
আবু বকর চৌধুরীর কর্মময় জীবনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালাম। মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আবু বকর চৌধুরী ১৯৬৪ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন ব্যবস্থাপনায়। ১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকায় কাজ শুরুর মধ্য দিয়ে সাংবাদিকতায় আসেন। পরের বছর যোগ দেন সাপ্তাহিক খবরে। এর পর ১৯৯৫ সালে দৈনিকে আসেন বকর। সহযোগী সম্পাদক হিসেবে যোগ দেন আজকের কাগজে। আজকের কাগজ বন্ধ হয়ে গেলে ২০০৯ সালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দেন। এর পর সকালের খবর ও সমকালের বার্তা সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেন।
২০১২ সালে আবু বকর বার্তা সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে নির্বাহী সম্পাদক হন। ওই বছরের সেপ্টেম্বর থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
গতকাল বাদ জোহর ধানম-ির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
জাতীয় প্রেসক্লাবে নেওয়া হলে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব), বিক্রমপুর-মুন্সীগঞ্জ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদও শোক জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments