বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়ভোটের অসঙ্গতি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি টিআইবি’র

ভোটের অসঙ্গতি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি টিআইবি’র

কাগজ প্রতিবেদক: এবারের জাতীয় নির্বাচন গণতন্ত্রের জন্য সুখকর হয়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ভোটের অসঙ্গতি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
আজ ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে ৫০ আসনে চালানো গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সরকারের নৈতিক ভিত্তি নিশ্চিত ও জনমনে আস্থা অর্জনেও বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন বলে মনে করে তিনি। নির্বাচনে লেভেল ফিল্ড নিশ্চিত হয়নি জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য আইন প্রণেতাদের মাঝে আইন মানার মানসিকতাও ছিল না।
টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, সকলকে সমান সুযোগ দেয়া না হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments