শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় গ্রামীন নারীরা কাজ করছেন মাঠে

উল্লাপাড়ায় গ্রামীন নারীরা কাজ করছেন মাঠে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলে দিন মজুর পরিবারের গ্রামীন নারীরা এখন আর ঘরে বসে থাকছেন না। এর বিভিন্ন কাজে শ্রম বিক্রি করছেন। এ নারীরা সংসারের বাড়তি আয়ে মাঠে, ধান চাতাল, ইট ভাটা কিংবা সড়ক নির্মানের মাটি কাটার কাজে দিন হাজিরায় শম বিক্রি করছেন। গ্রামীন এ সব নারীরা মুলতঃ মধ্যবিত্ত ও নম্ন মধ্যবিত্ত এবং বেশির ভাগই দিন মজুর পরিবারের গৃহবধু বলে জানা যায়। উল্লাপাড়া অঞ্চলে বিভিন্ন মাঠে ইরি বোরো ধান আবাদ শুরু হয়েছে। গ্রামীন নারীদের ্ধসঢ়;অনেকই এ ধানের বীজতলা থেকে চারা তুলতে শ্রম বিক্রি করছেন এরা দিন হাজিরায় কিংবা চুুক্তিতে চারা তুলে থাকেন। গত শনিবার দুপুরে প্রত্যন্ত তেলিপাড়া মাঠে এক কৃষকের বীজতলা থেকে মাঝ বয়সী ক’জন নারীকে চারা তুলতে দেখা যায়। এরা সবাই নি¤œ মধ্যবিত্ত পরিবারের গৃহ বধু বলে জানায়্ধসঢ়;। সংসারের বাড়তি আয়ে বাড়ির পাশের মাঠ থেকেই চারা তুলেছেন। এরা চুক্তিতে প্রতি একশো মুঠো চারা তুলতে সত্তর টাকা মিটিয়ে নিয়েছেন। একেক জন দিনে প্রায় আড়াই শো মুঠো চারা তুলে থাকেন বলে জানায়। এ ধানের আবাদ শুরু থেকেই এলাকায় মাঠে চারা তোলার কাজ করছেন। এরা জানায় বাড়িতে বসে না থেকে সংসারে বাড়তি আয়ে কাজ করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments