বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে কীটনাশক মুক্ত সীম চাষে অনুপমের ভাগ্য বদল

লক্ষ্মীপুরে কীটনাশক মুক্ত সীম চাষে অনুপমের ভাগ্য বদল

রবিউল ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আধাঁর মানিক গ্রামে ৩ একর জমিতে কীটনাশক মুক্ত সীম চাষ করে ভাগ্য বদল করেছে আল মাহমুদ ইবনে হুছাইন অনুপমের। বর্তমানে স্থানীয় এলাকায় চাহিদা মিটিয়ে বিভিন্ন গ্রাম গঞ্জের বাজারে বিক্রি হচ্ছে সীম। অনুপম একই ইউনিয়নের বিনোদ ধর্মপুর গ্রামের মৃত আবুল হোসাইন এর পুত্র। এ ব্যাপারে অনুপম জানান, তিনি দীর্ঘ দিন কানাডা ছিল। টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়া কৃষি প্রতিবেদন দেখে নিজেই কৃষি কাজের প্রতি অনুপ্রানিত হয়। বর্তমানে তার মৎস্য খামারসহ আশে পাশে তিনি বিভিন্ন কৃষি পন্য চাষ করেন ৪৫ একর জমিতে। এর মধ্যে ৩ একর ভূমিতে কীটনাশক মুক্ত সীম চাষ করে ব্যাপক লাভবান হয়েছে। ফটিকা, সীতাকুন্ডি ও রাবি ওয়ান জাতের সীম চাষ করেন তিনি। এসব সীম রোপনের ১৩০ দিনে ফলন দেয়। ৩ একর সীম চাষে তার খরচ হয় ৪ লাখ টাকা। ইতিমধ্যে সীম বিক্রি করে ২ লাখ পায়। এখনো ভূমিতে প্রায় ৫ লাখ টাকার সীম রয়েছে। তিনি বলেন, এ মৌসুমে তিনি খরচ উঠিয়ে ৩-৪ লাখ টাকা লাভবান হতে পারেন। বর্তমানে খামারে মোসলেহ উদ্দিন, রিয়াজ ও মনির হোসেন নামে ৩ জন কর্মচারী তার সাথে এ চাষাবাদে জড়িত রয়েছে তাদেরকে মাসিক কখনো প্রতিদিন হাজিরা মাধ্যমে টাকা প্রদান করেন। কৃষি কর্মকর্তাদের কোন ধরনের সহযোগীতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আল মাহমুদ ইবনে হুছাইন বলেন, তিনি ৪৫ একর ভূমিতে বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন করছে অথচ এ ব্যাপারে স্থানীয় কিংবা জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সহযোগীতা চেয়েও পান না। তবুও নিজের প্রচেষ্টায় ও কর্মচারীদের সহযোগীতা যতটুকু সম্ভব ফলন উৎপাদন করে যাচ্ছি। ফলনে ফরমালিকসহ কোন ধরনের কীটনাশক দেওয়া হয়না বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments