বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ৫৩ প্রতিষ্ঠানের ৩২’শ পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা

রায়পুরে ৫৩ প্রতিষ্ঠানের ৩২’শ পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫৩ প্রতিষ্ঠানের ৩ হাজার ২’শ ৩৩জন পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়। রোববার ও সোমবার পাইলট বালিকা, মার্চ্চেন্টস একাডেমী, হায়দরগঞ্জ মডেল একাডেমী, রোকেয়া হাসমতের নেছা বালিকা, মোল্লারহাট এবং সোমবার জনকল্যান বহুমুখী উচ্চ বিদ্যালয় ও এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়েছে। উল্লেখ্য, আসন্ন ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষায় রায়পুর উপজেলার ৫৩ প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২’শ ৩৩জন পরীক্ষার্থী (ছাত্র ১৩৭১ ও ছাত্রী ১৮৬২জন ৫টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠানগুলোতে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে শুভ উদ্ভোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও বাংলাদেশ আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী রায়, ওসি একেএম আজিজুর রহমান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ও অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আহবায় কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী খোরশেদ আলম দেওয়ান, পৌর যুগ্ম আহবায় আইনুল কবির মনির, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, মঞ্জুর কাদের, মাহ্ধসঢ়;বুবুর রহমান লিটন ও উত্তম কুমার রায় প্রমুখ। এছাড়াও শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল বলেন, সকলের সহযোগীতা পেলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসন সংকট দূরীকরণ, ল্যাবটপ ও প্রজেক্টর দেওয়া হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষাথীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও উচ্চতর ডিগ্রি অর্জনে সার্বিক সহযোগীতা করা হবে। নারী শিক্ষার জন্য সর্বাত্মক সহযোগীতাসহ শিক্ষা ভিত্তিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments