শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে উপজেলা নির্বাচন প্রার্থী চূড়ান্ত না করেই বর্ধিতসভা শেষ!

রায়পুরে উপজেলা নির্বাচন প্রার্থী চূড়ান্ত না করেই বর্ধিতসভা শেষ!

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী বাছাইয়ে সিন্ধান্ত না দিয়েই আ’লীগের বর্ধিতসভা শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধায় জেলা পরিষদ ডাক-বাংলাতে দলের আয়োজনে উপজেলা ও পৌর কমিটির সকল সদস্য এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের নিয়ে এ বর্ধিতসভা করা হয়। একজন চেয়ারম্যান ও দু’জন ভাইস চেয়ারম্যান পদে ২৩ প্রার্থীর পক্ষে ৪৬ জন প্রস্তাব ও সমর্থনকারীর তালিকা নেয়া হয়। জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদক এবং উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদক এ চার জনের সমন্বয়ে দু’দিন পর ৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হবে বলে জেলা আ’লীগ সম্পাদক জানান। সন্ধায় বর্ধিতসভার শেষে যাকেই মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে কাজ করার জন্য দলবদ্ধ হয়ে কাজ করতে অঙ্গীকার সকল প্রার্থীকে শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রিয় নেতা হারুনুর রশিদের নেতৃত্বে প্রার্থী ও দলের সহ¯্রাধিক নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান সড়কে আনন্দ র‌্যালি করা হয়। উল্লেখ্য, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ মামুনুর রশিদ, মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, রফিকুল হায়দার বাবুল পাঠান, এডভোকেট মিজানুর রহমান মুন্সি, মঞ্জুর হোসেন সুমন, বায়েজিদ ভূঁইয়া। ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেতা হারুনুর রশিদ, এডভোকেট আবুল কালাম মুন্সি, আনসার উল্যাহ, সফিকুর রহমান খান, নূরে আলম জিকু, এডভোকেট মারুফ বিন জাকারিয়া, মাইনুদ্দিন মোল্লা, সালাহ্ধসঢ়; উদ্দিন বাবু, আব্দুর রহমান স্বপন, নিজাম উদ্দিন শীপন ভূঁইয়া, সামছুল আলম হীরা, আরিফ মুন্সি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেলা বেগম, মাজেদা বেগম, সামছুন্নাহার লিলি, হাসিনা আক্তার ও কোহিনুর বেগম। সভায় উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজী ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আ’লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ হারুনুর রশিদ, জেলা আ’লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, আ’লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী খোকন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শহিদ উল্যাহ বিএসসি, পৌর আ’লীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ, চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, রফিকুল হায়দার বাবুল পাঠান, এডভোকেট মিজানুর রহমান মুন্সি ও জেলা পরিষদের সদস্য মঞ্জুর হোসেন সুমন প্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান প্রার্থী বলেন, চারজন নেতার সিন্ধান্তে উপজেলা প্রার্থী ঘোষনা হলে সংঘাতের আশংকা করা হচ্ছে। চারজনের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী। এ সিন্ধান্ত নিয়েও দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলে নেতাকর্মী তা মেনে নিয়ে ওই প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments