শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় হচ্ছে এলজিইডি’র গয়হাট্টা জিসি সড়ক

উল্লাপাড়ায় হচ্ছে এলজিইডি’র গয়হাট্টা জিসি সড়ক

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডি’র অধিনে গয়হাট্টা জিসি সড়ক এখন চার ফুট প্রশস্থকরণ করা হচ্ছে। অতি গুরত্বপূন সড়কটিতে সব ধরনের যানবাহনের দ্রুত ও নির্বিঘে চলাচলে তা করা হচ্ছে। এতে উল্লাপাড়া সড়ক পথের উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অফিস সূত্রে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা জিসি সড়ক পথ অনেক আগেই ১২ ফুট প্রশস্থে পাকা করণ হয়েছে। উল্লাপাড়া-গয়হাট্টা-কুচিয়ামারা এ সড়ক পথে প্রতিদিন অসংখ্য বিভিন্ন বাহন চলাচল করে থাকে। চারটি ইউনিয়নের সাধারণ জনগণ উপজেলা সদরে আসা যাওয়ায় সড়ক পথটি ব্যবহার করে। এ সড়ক হয়ে পাশ্ববর্তী তাড়াশ উপজেলা ও বনপাড়া মহাসড়কের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম আগের মেয়াদে সংসদ সদস্য থাকাকালে সড়কটি প্রশস্ত করণে জোরালো গুরুত্ব ও উদ্যোগী ভুমিকা রাখেন বলে জানা যায়। ভদ্রকোল থেকে গয়হাট্টা ৫ হাজার ১শ ১৬ মিটার সড়কের দু’পাশে দু’ফুট করে চার ফুট প্রশস্ত করা হবে। এতে সড়কটি মোট ১৬ ফুট পাকা প্রশস্থকরণ হবে। এর পিছনে চার কোটি চার লাখ সাত হাজার উনচল্লিশ টাকা ব্যয় হবে জানানো হয়। এলজিইডি’র অধিনে ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স প্রাঃ লিঃ এর কাজ করছে। উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম জানান, আগামী নভেম্বর মাসের মধ্যেই এর কাজ বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments