বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়একাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শহীদ, চিফ হুইপ লিটন

একাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শহীদ, চিফ হুইপ লিটন

সদরুল আইন: একাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। যিনি দশম সংসদে হুইপের দায়িত্ব পালন করেছিলেন। চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

দশম সংসদে ডেপুটি স্পিকার ছিলেন ফজলে রাব্বি মিয়া। অন্যদিকে দশম সংসদে চিফ হুইপ ছিলেন আ স ম ফিরোজ।

এছাড়াও জাতীয় সংসদের হুইপ হয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম, খুলনা-১ আসনের পঞ্চানন বিশ্বাস এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।

তাদের মধ্যে আতিউর রহমান ও ইকবালুর রহিম ১০ম জাতীয় সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন।

গত বছরের ৩০ ডিসেম্বর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তিনবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

শেখ হাসিনার নেতৃত্বাধীন এবারের মন্ত্রিসভা চমকে ঠাসা। ৪৭ সদস্যের মন্ত্রিসভার বেশিরভাগই নতুন।

আজ ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে বিকেল ৩ টায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments