বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে স্ত্রীকে পরকীয়ার প্রতিবাদ করায় যুবককে মামলা দিয়ে হয়রাণি!

রায়পুরে স্ত্রীকে পরকীয়ার প্রতিবাদ করায় যুবককে মামলা দিয়ে হয়রাণি!

তাবারক হোসেন আজাদ: প্রায় ৭ মাস আগে পরিচয়। অতঃপর উভয়ই কাজী অফিসে বিরে করে সংসার ভালোই চলছিলো। সকালে স্বামী চলে যেত কর্মে ফিরতো সন্ধায়। এসুযোগে স্ত্রী বাসা বন্ধ করে সারাদিন বাহিরে থাকতো বন্ধুদের আড্ডায়। এই পরকীয়া ধরা পড়ায় ও প্রতিবাদ করায় উল্টো নারী নির্যাতন মামলা দিয়ে প্রান্তকে হয়রাণি করছে তানিয়া ও তার মা। শনিবার সকালে প্রান্ত সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আদালতের সহযোগীতা কামনা করেছেন। ঘটনাটি নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে তোলপার ও গ্রামবাসীর মাঝে ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। ক্ষতিগ্রস্থ মেহেদী হাসান প্রান্ত রায়পুর পৌর সভার মধুপুর গ্রামের গিয়াস উদ্দিন খোকনের ছেলে ও অভিযুক্ত তানিয়া আক্তার চরআবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদমারা গ্রামের মৃত শামিম আহাম্মেদের মেয়ে। ক্ষতিগ্রস্ত মেহেদী হাসান প্রান্ত জানান, প্রায় ৭ মাস আগে মটর সাইকেলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রায়পুর মেঘনা হাসপাতালে ভর্তি হন। ওই সময় তানিয়ার সাথে পরিচয় অতঃপর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করে শহরের একটি ভাড়াবাসায় সংসার জীবন করতে থাকি। সকালে আমি কাজে চলে গেলে সন্ধায় বাসায় ফিরি। প্রায় সময় এসে দেখি বাসায় তালাবদ্ধ কিন্তু তানিয়া নেই। খোঁজ নিয়ে দেখি বিভিন্ন জায়গা হোটেল রেস্টুরেন্টে ছেলে বন্ধুদের সাথে আড্ডা মেতে রয়েছে। তার উশৃংখল চলাফেরা ও পরকীয়া বাধা দেই এবং ভালো হয়ে যাওয়ার আদেশ দেই। উল্টো আমাকে হয়রাণি করার জন্য গত বছরের ২৯ আগষ্ট লক্ষ্মীপুর আদালতে নারী নির্যাতন মামলা করে তানিয়া। আদালত মামলাটি গ্রহন করে রায়পুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ্ধসঢ়; আহাম্মদকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যা মামলাটি তদন্ত রয়েছে। এই মামলা চলা অবস্থায় আবারও গত মঙ্গলবার (২৯ জানুয়ারী-২০১৯) আমার বিরুদ্ধে রায়পুর থানায় মিথ্যা সাধারণ ডায়েরী করে হয়রাণি করছে। অভিযুক্ত তানিয়া আক্তার জানান, বিয়ের পরে প্রান্তকে ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছি। আরও টাকা দেওয়ার জন্য সে আমাকে প্রায় সময় মারধর করে। তাই আমি বাধ্য হয়ে আদালতে মামলা ও হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি কোন উশৃংখল আচরন ও পরকীয়ার সাথে জড়িত না। এ ঘটনায় চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, এ ঘটনায় সম্পর্কে আমি কিছুই জানিনা। এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ্ধসঢ়; আহাম্মদ বলেন, আদালতের পাঠানো মামলাটি তদন্ত করছি। উভয় পক্ষকে মিমাংসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। না হলে আদালতে সঠিক প্রতিবেদন পাঠানো হবে। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, তানিয়া আক্তার নামে একজন নারী সাধারণ ডায়েরী করেছেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments