শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পরীক্ষা দেওয়া হলো না প্রতিবন্ধী শিক্ষার্থীর

উল্লাপাড়ায় পরীক্ষা দেওয়া হলো না প্রতিবন্ধী শিক্ষার্থীর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী ছাবিনা খাতুন আজ শনিবার দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিমলা দাখিল মাদ্রাসা থেকে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। জানা যায় , ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের জন্য মাদরসাটির সুপার মোঃ সুলতান মাহমুদ ৫ হাজার টাকা নেয়। অবশেষে এ টাকা নিয়েও তার ফরম পূরণ করা হয়নি। আজ থেকে শুরু দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশনপত্রের জন্য গত বৃহস্পতিবার মাদ্রাসায় গেলেও তাকে মাদ্রাসা সুপার জানান, পরীক্ষা কেন্দ্র উল্লাপাড়া কামিল মাদরাসায় পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশনপত্র দেওয়া হবে। আজ শনিবার সকালে ছাবিনা খাতুনও পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষা কেন্দ্রে আসলে জানতে পারে, দাখিল পরীক্ষার তার ফরম পূরণ করা হয়নি। সিমলা দাখিল মাদরাসার সুপারের বক্তব্য তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছরে কোন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেনি। প্রতিবন্ধী শিক্ষার্থী ছাবিনা খাতুনের ফরম পূরণের টাকা নেওয়ার বিষয়ে তা অস্বীকার করেছেন । উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, তার বরাবরে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। মাদরাসাটি নন এমপিও প্রতিষ্ঠান। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments