বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারাস্তা বন্ধ করে নিরাপত্তা না দিতে পুলিশকে নির্দেশ দিলেন হুইপ স্বপন

রাস্তা বন্ধ করে নিরাপত্তা না দিতে পুলিশকে নির্দেশ দিলেন হুইপ স্বপন

শফিকুল ইসলাম: রাস্তা বন্ধ করে নিরাপত্তা না দেওয়ার জন্য জয়পুরহাটের ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। মঙ্গলবার সকালে উন্নয়ন কাজের উদ্বোধন করতে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন সড়ক বন্ধ করলে তিনি এ নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ট্রাফিক পুলিশ শহরের বন্ধ রাস্তা খুলে দিলে পতাকাবাহী গাড়ি নিয়ে সাধারন যানবাহনের মধ্য দিয়ে তিনি ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে যাত্রা করেন। এ সময় তিনি বলেন,‘মহান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুরহাটের মানুষদের সম্মানার্থে পতাকা উপহার দিয়েছেন। আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনীত করে জয়পুরহাটবাসীকে সম্মানিত করেছেন। এতে জয়পুরহাটবাসী চরম খুশী হয়েছেন। কিন্তু সেই পতাকা নিয়ে চলাচল করতে আমার নিরাপত্তার জন্য যদি শহরের ব্যস্ত সড়কগুলো বন্ধ রাখা হয়, তাহলে কষ্ট পাবেন শহরে চলাচলরত জয়পুরহাটের সাধারণ মানুষ। তারা পড়বেন চরম ভোগান্তিতে। এতে স্বভাবতই মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কাজেই আমি চাইনা আমার নিরাপত্তার জন্য সাধারণ মানুষ ভোগান্তিতে পড়–ক। আমি মানুষের মনে কষ্ট দিয়ে রাজনীতি করতে চাই না। জনতা আমাকে ভোট দিয়ে তাদের প্রভুত্ব করার জন্য সংসদে পাঠাননি। কাজেই প্রধানমন্ত্রীর দেওয়া পতাকা নিয়ে মানুষ যেন কোন বিরূপ মন্তব্য না করেন সে জন্য রাস্তা বন্ধ করে নিরাপত্তা দেওয়ার দরকার নাই। জাতীয় সংসদের হুইপ মনোনীত হলেও অতীতের মত জনতার স্বপন হয়েই আমি জয়পুরহাটের মানুষদের সেবা করতে চাই’। পরে তিনি জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ায় ৬ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিক সহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments